নিয়তিপাড়ে গলে যাওয়া ডিমগুলি
160.00 ৳নিয়তি, সে তো এক চিরন্তন ছায়া। আমাদের আশপাশে হেঁটে যায় জীবনাবধি। যেন এক সমান্তরাল নদী, যাকে আমরা এড়াতে পারি না। তার পাড় ভাঙে, বিলীন হয় আমাদের সাদা-কালো জীবন। তবুও সেখানেই আমাদের ঘরবসতি, হাসি-কান্না, সুখ-দুঃখ, প্রেম ও মোহ। কিন্তু তার দিকে আমরা কজন ফিরে তাকাই? নিয়তিপাড়ে যে মানবিক হাঁসগুলো জীবনের বিপুল স্বপ্ন ও আশাবাদ নিয়ে ডিম সাজিয়ে যায়, তার পরিণতি আমরা কজন জানি? পড়ে থাকা চূর্ণ-বিচূর্ণ সাদা খোলসের ভেতর উঁকি দিয়ে অসীম শূন্যতায় দেখার সাহস কজনের হয়? যাদের হয়, তারা কি কখনো বুকের সেলাই খুলে ভেতরের অনুভূতিগুলো ভবিষ্যতের চোখেমুখে বুনে দেয়? কেউ কেউ হয়তো দেয়।
শুধু তা-ই নয়, স্বপ্নচাষির মতো ভরে তোলে উপলব্ধির ফসলি মাঠ। সভ্যতাকে লালনপালন করার সেই গুটিকয়েক বীজ-মানুষের একজন শাখাওয়াৎ নয়ন। ‘নিয়তিপাড়ে গলে যাওয়া ডিমগুলি’ গ্রন্থে তিনি সযতনে বপন করেছেন সমাজ, সংস্কৃতি, দেশ, বিদেশ, রাজনীতি, সাহিত্য থেকে শুরু করে মানুষের হৃদয়। যাঁরা তাঁর সাথে হাঁটবেন, তাঁরা সেই ইতিহাসের সাক্ষী হবেন; যে ইতিহাস সবকিছু ছাপিয়ে কেবলই মানুষের, চিরন্তন মানবিক বোধের।
নিজেকে, নিজের সময়কে এবং নিজের আশপাশকে দেখার এক আশ্চর্য আয়নামহলে আপনাকে স্বাগতম।
Distributors: Rokomari | Othoba | Ittadishop | Boibazar