• 0 Items - 0.00 ৳ 
    • No products in the cart.
Shakhawat Nayon

About Me

শাখাওয়াৎ নয়ন, জন্ম ২০ মে, ১৯৭৪। মাদারীপুর জেলার কুন্তিপাড়া গ্রামে, নানাবাড়িতে। বাবা মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মোল্লা এবং মা রিজিয়া বেগম। উত্তর ব্রাম্মন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ওয়ানের ফাইনাল পরীক্ষায় ডাবল শূন্য পেয়ে শিক্ষা জীবনের শুরু হলেও, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান। অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয় থেকে ফুলব্রাইট স্কলারশিপে ‘পাবলিক হেলথ’-এ পিএইচডি এবং পোস্ট-ডক্টরেট করেছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিংগাপুর থেকে।    

সমাজ বিষয়ক গবেষণা দিয়ে আনুষ্ঠানিক কর্মজীবন শুরু। পরবর্তীতে একজন এপিডেমিওলজিস্ট হিসেবে Saw Swee Hock School of Public Health, National University of Singapore, The University of Newcastle, Australia এবং The University of New South Wales, Australia, North South University, Bangladesh, এবং Babes-Bolyai University, Romania তে অধ্যাপনা এবং গবেষণামূলক কাজ করেছি। International Conference on Behavioural Science in Hong Kong- এ হৃদরোগ বিষয়ক গবেষনার জন্য পেয়েছি ‘The Best Youth Scientist Award-2016’। অধ্যাপনার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক গবেষণায় একজন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট হিসেবেও কাজ করি।

লেখালেখির স্বীকৃতি হিসেবে ইতোমধ্যে আমাকে ‘একুশে একাডেমী ,অস্ট্রেলিয়া-২০১৪’, ‘কবিতা বিকেল, অস্ট্রেলিয়া-২০১৪’ এবং ‘ক্যান্টাবেরি সিটি কাউন্সিল, অস্ট্রেলিয়া-২০১৪’ সম্মাননা দেয়া হয়েছে।

বাল্যকালে ছোট চাচাকে পত্র লেখার মধ্য দিয়ে লেখালেখিতে হাতেখড়ি। ঢাকা, কলকাতা, অস্ট্রেলিয়া, কানাডা ও লন্ডন থেকে প্রকাশিত বাংলা পত্র-পত্রিকায় এ পর্যন্ত প্রায় দুই শতাধিক প্রবন্ধ এবং নিবন্ধ প্রকাশিত হয়েছে। পাশাপাশি এসব দেশের পত্র-পত্রিকাতে গল্প ও উপন্যাস লিখি। ‘ব্যাপ্টিস্ট চার্চ এবং একটি টিকটিকির গল্প (২০১২)’ আমার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ। ‘অদ্ভুত আঁধার এক (২০১৩)’ প্রথম প্রকাশিত উপন্যাস। ‘নিয়তিপাড়ে গলে যাওয়া ডিমগুলি’  (২০১৪) প্রথম নিবন্ধ গ্রন্থ, ‘অল্প ভাঙ্গা গল্প (২০১৮)’ দ্বিতীয় গল্পগ্রন্থ।  

মৌলিক গ্রন্থ রচনার পাশাপাশি সম্পাদনা করতেও পছন্দ করি; অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত ‘কবিতা বিকেল বাংলা সংস্কৃতি উৎসব ২০১৮’ এর বিশেষ প্রকাশনা ‘নৃ’ এবং একুশে একাডেমী অস্ট্রেলিয়া কতৃক প্রকাশিত ‘মাতৃভাষা ২০২১’ সম্পাদনা করেছি।

 

 

 

মৌলিক গ্রন্থ রচনার পাশাপাশি সম্পাদনা করতেও পছন্দ করি; অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত ‘কবিতা বিকেল বাংলা সংস্কৃতি উৎসব ২০১৮’ এর বিশেষ প্রকাশনা ‘নৃ’ এবং একুশে একাডেমী অস্ট্রেলিয়া কতৃক প্রকাশিত ‘মাতৃভাষা ২০২১’ সম্পাদনা করেছি।

RESIDING IN

Sydney, Australia

EMAIL

shakhawatnayon@gmail.com

Newsletter to get in touch

Join the community

single-image-06

10k

ACTIVE READERS

3k

TOTAL PAGES

283

CUP OF COFFEE

50k

FANS