শুধু সমকালকে উপস্থাপন করলেই যেমন উপন্যাস সার্থক হয় না, তেমনি সমকালকে ধরতে না পারলেও উপন্যাস তৈরি হয় না। কবি যেমন অনন্তের প্রতি প্রতিশ্রুতিশীল, ঔপন্যাসিক তেমনি সময়ের কাছে দায়বদ্ধ। শাখাওয়াৎ নয়ন সময়ের কাছে দায়বদ্ধ বলেই লিখেছেন ‘অদ্ভুত আঁধার এক’। আমরা জানি, উপন্যাসের অন্বিষ্ট সমাজ নয়, সময় নয়, ইতিহাসও নয়; উপন্যাসের অন্বিষ্ট ব্যক্তি মানুষ। এই ব্যক্তি মানুষের, বিশেষ করে সালেহা নামের নিম্নবর্গের এক নারীর সংগ্রামী জীবনকে ঘিরে সমাজ, সময় ও ইতিহাসকে সুনিপুণভাবে উপস্থাপন করেছেন লেখক।
শাখাওয়াৎ নয়ন তাঁর সরল বয়ানে স্বাধীনতা-উত্তর গ্রামবাংলার ছবি এঁকেছেন। দারিদ্র্যপীড়িত গহীনাকূল গ্রামের মানুষের কুসংস্কার, ধর্মান্ধতা, রাজনীতি আর ক্ষুধার বয়ান তুলে ধরেছেন। সেখানে নেই পশ্চিমা সাহিত্যতত্ত্বের কচকচানি, নেই ভাব-ভণিতা; আছে নিরলংকার জীবনের সত্য ভাষণ। লেখক উপন্যাসের চরিত্রবিন্যাস এবং সমাজের কুটিল স্তরবিন্যাসের যে ছবি নির্মাণ করেছেন, তা বাস্তবেরই ছায়াচিত্র।
Distributors: Rokomari | Othoba | Ittadishop | Boibazar
Reviews
There are no reviews yet.